মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া •
উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উখিয়া প্রতিনিধি রফিক উদ্দিন বাবুল এবং অত্র প্রেসক্লাবের কার্য্য নির্বাহী সদস্য নুর মোহাম্মদ সিকদার এর রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উখিয়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, কোটবাজার ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার সুপার মওলানা মোহাম্মদ ওসমান।
দোয়া মাহফিলে অংশ নেন, উখিয়া প্রেসক্লাব সভাপতি সায়েদ মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সহ-সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, অর্থ সম্পাদক, সোলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য সংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর, ক্রীড়া ও প্রচার সম্পাদক মাহমুদ হক বাবু, নির্বাহী সদস্য, ফারুক আহমেদ, হানিফ আজাদ এবং সদস্য মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, এম ফেরদৌস ওয়াহিদ, শফিউল শাহিন সহ প্রমুখ।
উল্লেখ্য, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল শারীরিক ভাবে অসুস্থ হয়ে চট্টগ্রাম একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নুর মোহাম্মদ সিকদার সড়ক দূর্ঘটনায় আহত হয়ে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-