পূর্বকোণ •
রাঙামাটিতে টহলরত সেনাসদস্যদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে রাঙামাটি সদরের ধূল্যাছড়ি ব্রিজের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার আকস্মিকতায় নিজেদের রক্ষার্থে পাল্টাগুলি ছুঁড়ে টহলে থাকা কাপ্তাই জীবতলি আর্মি ক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়ানের সদস্যরা।
এসময় বিল্টন চাকমা (৪৮) নামের এক পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করলেও তার সহযোগী অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি মগবান ইউনিয়নের জেজুছড়ি ৩ নম্বর ওয়ার্ডের সুরেশময় চাকমার ছেলে।
ভোররাতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বকোণকে বলেন, ‘‘নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ’’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-