চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চাপায় বাবা-ছেলের মৃত্যু, মায়ের অবস্থা গুরুতর

চট্টগ্রাম • চট্টগ্রামে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ছেলেটির মাও।

রোববার (১৩ ডিসেম্বর) চন্দনাইশ পাঠানীপুল এলাকায় এ ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চট্টগ্রাম থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে আমিরাবাদ হাজীপাড়া এলাকায় বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পাঠানীপুল এলাকায় পৌঁছালে একটি পিকআপকে ভ্যানকে ওভারটেক করার সময়, বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস মোটরসোইকলেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে।

পরে স্থানীয়রা স্ত্রী ডলি আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও খবর