মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
পায়ুপথে প্রবেশ করিয়ে অভিনব কায়দায় ১৮৬০ পিচ ইয়াবা টেবলেট পাচার করার সময় ২ রোহিঙ্গা ইয়াবাকারবারীকে আটক করেছে কক্সবাজার ডিবি পুলিশ।
গত শনিবার ১২ ডিসেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে চেকপোস্ট হতে ইয়াবাকারবারীদ্বয়কে আটক কর হয়। ধৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীদ্বয় হলো-উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের আবু হায়াত ও আবু তৈয়ব। এ দুইজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ডিবি পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পেটে ১৮৬০ পিস ইয়াবা টেবলেট আছে বলে তার স্বীকার করে। এসব ইয়াবা টেবলেট তাদের পায়ু পথ দিয়ে প্রবেশ করিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে ধৃতরা জানায়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তাদের এনে চিকিৎসকের পরামর্শে এক্সরে করার পর তাদের পেটে ইয়াবার অস্থিত্ব ধরা পড়ে। পরে বিশেষ ওষুধ খাওয়ানোর মাধ্যমে ধৃত আসামীদের পেট থেকে পায়ুপথে ইয়াবা টেবলেট সমুহ বের করে আনা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে বলে কক্সবাজার মডেল থানা সুত্রে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-