কাউন্সিলর জাহেদার মায়ের মৃত্যুতে মেয়র মুজিবসহ পৌর পরিষদের শোক

সংবাদ বিজ্ঞপ্তি •

কক্সবাজার পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর জাহেদা আক্তারের মা সুফিয়া বেগম (৬৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার পৌর পরিষদ।

সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে মরহুমার মাগফেরাত কামনায় শোক জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আক্তার কামাল, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, রাজ বিহারি দাশ, সালাউদ্দিন সেতু, নুর মুহাম্মদ মাঝু, কাজী মোরশেদ আহমদ বাবু, ইয়াছমিন আক্তার ও নাসিমা আক্তার।

এছাড়া কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আবদুল মাবুদ রাজনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ কাউন্সিলর জাহেদা আক্তারের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেন।

আরও খবর