কনক বড়ুয়া, উখিয়া •
জালাল আহমদ। বয়স তার ৪৯ বছর। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের নলবনিয়াস্থ বত্তাতলী (৩নং ওয়ার্ড) বাড়ি তার। বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।অর্থের অভাবে চিকিৎসাহীন অবস্থায় বিছানায় পড়ে আছে দীর্ঘদিন ধরে।
জানা যায়, জালাল আহমদ একজন দোকানদার। খুব সুন্দর ভাবেই চলছিল তার সংসার। ৫ সন্তানের জন্মদাতা পিতা। দুই ছেলে এবং তিন মেয়ে। বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে জীবন অতিবাহিত করছে। এদিকে তার মারাত্বক এই রোগ হওয়ার কারনে ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে কাটছে তার অসহনীয় জীবন। তার মেয়ে একটি মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত আছে।
জালাল আহমদ ১৮ মাস ধরে ভুগছেন ব্লাড ক্যান্সার নামক এই মারাত্বক রোগে। সে গত ৫ মাস ধরে অচলাবস্থায় বিছানায় পড়ে আছেন। চিকিৎসায় প্রায় মোটা অংকের টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, তার পরিবারে আর্থিক যোগান দেয়ারও কোন রাস্তা নাই। তাই সরকার, প্রবাসী ও সমাজের বৃত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার।
যোগাযোগঃ অসুস্থ জলাল আহমদ- ০১৮৪৬৮৩৯৩৯৬
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-