উখিয়ার মাদক কারবারী সুরুত আলম ইয়াবাসহ র‍্যাবের জালে!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


মেরিন ড্রাইভ টেকনাফ সী-বিচ রোড সংলগ্ন এলাকায় র‍্যাব-১৫ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ইয়াবাবর্তী একটি ব্যাগসহ সুরুত আলম নামে উখিয়ার এক মাদক কারবারীকে আটক করেছে।।

১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে র‍্যাবের পাঠানো তথ্য সুত্রে জানাযায়, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ৯ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সীবিচ রোড সংলগ্ন আব্দুল্লাহ স্টোর’র সামনে থেকে টেকনাফে কর্মরত র‍্যাব ১৫ সদস্যদের একটি দল উক্ত এলাকায় অভিযান গেলে মাদক পাচারে জড়িত এক ব্যাক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় র‍্যাব সদস্যরা তাকে আটক করে। এরপর আটক আসামীর দেহ তল্লাশী করে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১২ হাজার ৭শত পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

আটক অপরাধী হচ্ছে উখিয়া উপজেলার অন্তর্গত মরিচ্যা ৬নং ওয়ার্ড এলাকার মৃত মোজাফ্ফর আহাম্মদ’র পুত্র সুরুত আলম (৩২)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় প্রেরন করা হয়েছে।###

আরও খবর