নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সদরের ৩টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিট্রেট সাদিয়া সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানেটারী ইনেসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তরুন বড়–য়া।
জেলা প্রশাসন সুত্র জানায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল খাদ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণ করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শহরের বাস টার্মিনাল সংলগ্ন পূর্ব লাড় পাড়ায় ঢাকা ফুডস বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত বেকারীর বিরুদ্ধে লেভেল বিহীন প্যাকেট, অস্বাস্থ্য পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষন, অ-অনুমোদিত রং ব্যবহার এবং স্বাস্থ্য বিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে পাশ্ববর্তী কক্সবাজার মেডিকেল কলেজের সামনে জানারঘোনা মসজিদ সংলগ্ন ফুডস গ্যালারী কারখানায় মিষ্টি তৈরীর শিরাতে মাছি পাওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও খুরুশকুল ইউনিয়নের টাইম বাজার সংলগ্ন এলাকার এশিয়া বেকারীতে লেভেল বিহীন প্যাকেট, অস্বাস্থ্য পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষন, অ-অনুমোদিত রং ব্যবহার করার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-