কক্সবাজারে মাদকসেবির আস্তানায় র‍্যাবের অভিযান: আটক ৯ জনকে জেল ও জরিমানা

আমিরুল কবির •


কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৯ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত কক্সবাজার র‍্যাব-১৫ এর নেতৃত্বে জেলা প্রশাসকের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা: শামীম হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড এবং জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গোলদিঘী পাড় এলাকা থেকে মুবিনুল হক (২৮), সাদেক হোসেন (১৮), নুরুল হাকিম (২৬), মো: মিজান (১৮), মো: হোসেন (২৮) কে ২০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রিপন পাল (২১), মো: ওসমান (২৮), কাজল মল্লিক (৩৪), মিঠু পাল (২৫) কে ১০০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

উদ্ধারকৃত মাদকসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং দন্ডপ্রাপ্ত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর