হেলপ কক্সবাজার কর্তৃক আয়োজিত সাংগঠনিক সক্ষমতার উপর ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি •

হেলপ কক্সবাজার কর্তৃক আয়োজিত সাংগঠনিক সক্ষমতার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ ও ৬ নভেম্বর শনিবার ও রবিবার উখিয়া উপজেলার স্কাই সম্মেলন কক্ষে ব্র্যাক-এর সহযোগিতায় হেলপ কক্সবাজার কর্তৃক আয়োজিত ‘স্থানীয় জনগোষ্ঠির জন্য মানবিক সহায়তা’ প্রকল্পের অধীনে সাংগঠনিক সক্ষমতার উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় মোট ১৮ জন অংশগ্রহণ করেন। দুইদিন ব্যাপী এ কর্মশালায় সহায়তা প্রদান করেন হারমণি ট্রাস্টের সিইও মি. অমিতাভ ভট্টাচার্য।তাকে সহায়তা প্রদান করেন একই সংস্থার সহকারী কনসালটান্ট সৈয়দা সাহিদা সুলতানা (ইলুরা)।

এ কর্মশালায় সাংগঠনিক সক্ষমতা, পরীবিক্ষণ, মূল্যায়ন, শিখন, কমিউনিটির সম্পৃক্ততা, মতামত, ক্ষমতায়ন, সেবা প্রাপ্তি ও সহজলভ্যতা নিশ্চিতকরণ, আত্নপরিচালন, সংগঠন ব্যবস্থাপনা, সংস্কৃতি, ঝঁুকি ব্যবস্থাপনা, সুশাসন, যোগাযোগ, নেটওয়ার্কিং ও সংগঠনের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালার সমাপনী আলোচনায় হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন,“ সাংগঠনিক সক্ষমতা অর্জনের জন্য প্রতিটি সংগঠন তার সক্ষমতা অনুযায়ী চেষ্টা চালিয়ে থাকেন। আমরা আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট রয়েছি। আলোচিত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব।”

 

আরও খবর