ইমাম খাইর •
প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহহীন ব্যক্তিকে খাস জমি বন্দোবস্ত ও গৃহ প্রদান করছেন কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীতে মো: মামুন নামের ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক।
এ সময় তিনি পরিবারের অসহায়ত্ব বিবেচনায় একটি ইজিবাইক (টমটম) উপহার দিবেন বলেও ঘোষণা দেন।
মুজিববর্ষে খাস জমি বন্দোবস্ত ও গৃহ পাওয়া সৌভাগ্যবান মামুন ওই এলাকার রমজান আলীর ছেলে। তাদের পরিবারের সদস্য ৬ জন।
হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলি, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন সিকদারসহ সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-