উখিয়ার চৌধুরী পাড়ার আহাম্মদ কবির চৌধুরী আর নেই

প্রেস বিজ্ঞপ্তি •

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়ার মরহুম ঈমান শরীফ চৌধুরীর একমাত্র সন্তান কোর্টবাজার বনিক কল্যাণ সমবায় সমিতির বর্তমান সহ-সভাপতি আলহাজ্ব আহাম্মদ কবির ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)

৭ ডিসেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

আজ বিকাল সাড়ে ৪টায় রুমখাঁ চৌধুরী পাড়া এতিমখানা মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের পুত্র নুরুল আজিম চৌধুরী।

উল্লেখ্য, আহাম্মদ কবির চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সার ও নানা বার্ধ্যকজনিত রোগে ভোগছিলেন।

এদিকে কোর্টবাজার বনিক কল্যাণ সমবায় সমিতির বর্তমান সহ-সভাপতি আহাম্মদ কবির চৌধুরীর মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জার্নাল ডটকম পরিবার।

এক শোক বার্তায় কক্সবাজার জার্নাল ডটকমের  উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

আরও খবর