ডেস্ক রিপোর্ট • রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাগজ্জ্যাছড়ি গ্রামে দুর্বৃত্তরা জনসংহতি সমিতির (এমএন লারমা) এক কর্মীকে ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে। গতকাল শনিবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে জনসংহতি সমিতির (এমএন লারমা) সক্রিয় কর্মী রতন প্রিয় চাকমা ওরফে বিমান চাকমা (৩৫) পাগজ্জ্যাছড়ি গ্রামে নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন। ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত তাঁর বাড়ি ঘেরাও করে। রাত সাড়ে ১২টার দিকে চারজন দুর্বৃত্ত তাঁর ঘরে ঢোকে। দুর্বৃত্তদের কাছ থেকে রক্ষা পেতে তিনি স্ত্রী বন্যাদেবী চাকমা ও তিন সন্তানকে জড়িয়ে ধরেন। স্ত্রী-সন্তানদের জড়িয়ে রাখা অবস্থায় খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। রতনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা চলে যায়। খবর পেয়ে পুলিশ আজ রোববার সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে এমএন লারমাপক্ষের কর্মী রতন চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-