রোহিঙ্গাদের জমজমাট ইয়াবা কারবার: হেড মাঝি ধরা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সাড়ে ৩ হাজার পিচ ইয়াবা সহ উখিয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাঝি’কে আটক করেছে। আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম আজিজ উল্লাহ (৪৭)। সে উখিয়ার থাইনখালী ঘোনাপাড়া ১৯ নম্বর শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হোসেন ও সাহারা খাতুনের পুত্র। তার এফসিএন নং-২৮২৪৪৩। সে ব্লক নং-এ/১৭ এর হেড মাঝি।

শুক্রবার ৪ ডিসেম্বর রাত ১১ টা ২০ মিনিটের দিকে তাকে আটক করা হয়। পরে রোহিঙ্গা মাদককারবারী আজিজ উল্লাহ’র কাছ থেকে উদ্ধার করা ৩৫০০ পিস ইয়াবা টেবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় বলে উখিয়া থানা সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর