বনকর্মীদের উপর হামলার ঘটনায় ২৬০ জনকে আসামী করে মামলা

চকরিয়া প্রতিনিধি •

কক্সবাজারের চকরিয়ায় বনবিট কর্মকর্তা ও কর্মচারীদের উপর অবৈধ দখলদারদের হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য বনবিট কর্মকর্তা মামুনুর রশীদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখপূর্বক ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া থানায় মামলাটি রুজু করেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, বনকর্মকর্তাসহ বনকর্মীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। দুই বনবিটের ২ বিট কর্মকর্তাসহ ও ৫ কর্মচারী আহত হওয়ায় ওই দুই বিটে জনবল সংকট দেখা দিয়েছে। এ কারণে বনাঞ্চল অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে। যারা আছে তারাও আতংকে আছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, থানায় মামলা রুজুর পর আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুর ১২টার দিকে আজিজনগর ও হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য বিটকর্মকর্তা ও বনকর্মীরা অভয়ারণ্য এলাকায় অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে গেলে দখলদাররা জড়ো হয়ে বনকর্মীদের উপর হামলা চালায়। তাদের মারধরে এ সময় ২ বিট কর্মকর্তা, ৫জন বনকর্মী ও ২ সিজিপি সদস্য আহত হন।

আরও খবর