ডিউটির সময়ে ঘুম: কক্সবাজারে বরখাস্ত হলেন কারারক্ষী

ইমাম খাইর •


ডিউটি চলাকালে ঘুমানোর অপরাধে কক্সবাজার জেলা কারাগার থেকে নয়ন গোহ নামক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত শনিবার (২৮ নভেম্বর) তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেন জেল সুপার নেছার আলম।

সোমবার রাতে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেল সুপার।

তিনি জানান, ডিউটির সময়ে ঘুমোতে গিয়েছিলেন কারারক্ষী নয়ন গোহ। সেসময়ে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নিতো?

দায়িত্ব অবহেলার কারণেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা কারাগারের সুপার নেছার আলম।

তবে, ঘুমোনোর অপরাধে বরখাস্তের মত কঠিন সিদ্ধান্ত না নিয়ে ‘কৈফিয়ত তলব’ করা যেতে বলে মনে করছে নয়ন গোহের সহকর্মীরা। তাদের মতে, নয়ন গোহ অসুস্থতা অনুভব করছিলেন।

আরও খবর