শহিদ রুবেল,উখিয়া :
আসন্ন উখিয়া প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাচাই ও প্রত্যাহার শেষে চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এতে সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে কাজী হুমায়ুন কবির বাচ্চু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন সিদ্দিক।
নির্বাচন কমিশনার জানান, ২৯ নভেম্বর রবিবার মনোনয়ন প্রত্যাহারের দিনে কোন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি। এতে চুড়ান্ত প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী যথাক্রমে এস এম আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুর রহিম, রফিক উদ্দিন বাবুল, রফিকুল ইসলাম ও সরওয়ার আলম শাহীন।
সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী সাইফুর রহিম শাহীন, দীপন বিশ্বাস, হুমায়ুন কবির জুশান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী কমরুদ্দিন মুকুল, রতন কান্তি দে, এএইচ সেলিম উল্লাহ। যুগ্ন সাধারণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী আমানুল হক বাবুল, জসিম উদ্দিন চৌধুরী।
অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী আমিনুল হক আমিন, সোলতান মাহমুদ চৌধুরী। দপ্তর ও ক্রীড়া সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন পদে ২ জন প্রার্থী যথাক্রমে মাহমুদুল হক বাবুল, শ.ম. গফুর।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন ফারুক আহমদ, গফুর মিয়া চৌধুরী, মুহাম্মদ হানিফ আজাদ, নুর মোহাম্মদ শিকদার ও ওবাইদুল হক চৌধুরী করবেন।
উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উখিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। এতে প্রেসক্লাবের ৩৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-