বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
২৯ নভেম্বর বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-এর করাচি পাড়ার আব্দুল জলিলের পুত্র মনির আলম(২০)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “বিশেষ অভিযানে ৬শ’ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-