কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

জাহেদ হাসান •

কক্সবাজার শহরের কলাতলীতে পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

রবিবার (২৯ নভেম্বর)দুপুর আনুমানিক ১টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম কলাতলী সৈকত পাড়াস্থ লেগুনা বীচ রোডের গ্রীন হাউজ আবাসিকের সামনে থেকে ১ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক শাহেদুল ইসলাম (২৫), পিতা- নুরুল কবির, সাং- চৌফলদন্ডী মাইজপাড়া, ৫ নং ওয়ার্ড, কক্সবাজার সদর।

অপর এক অভিযানে কলাতলী বীচ প্লাজা নামীয় আবাসিক হোটেলের সামনে থেকে ১ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মোঃ মোস্তফা (২২), পিতা- মৃত মোঃ নুরুল আলম, সাং- চৌফলদন্ডী মাইজপাড়া, ৫ নং ওয়ার্ড, কক্সবাজার সদর।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর