সংবাদ বিজ্ঞপ্তি •
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফাসহ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। শুক্রবার রাতে ধানমন্ডিস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাতে মিলিত হন তারা। এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনা থাকায় দীর্ঘদিন সারাদেশে দলীয় কর্মকান্ড অনেকটা ঝিমিয়ে পড়ে। তাছাড়া এখন যেহেতু করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে সেহেতু পুরোপুরি সাবধানতা অবলম্বনের মাধ্যমে সামজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কার্যক্রম চালানো যেতে পারে বলে মন্তব্য করে বড় পরিসরে গণজমায়েত না করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রয়োজনে জেলা আওয়ামী লীগকে বর্ধিত সভা আহবানের পরামর্শ দেন এবং সেই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে তিনি যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সেতুমন্ত্রী।
পাশাপাশি ধিরে ধিরে জেলাব্যাপী মেয়াদহীন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং পৌর কমিটিগুলোর সম্মেলন শেষ করতে পরামর্শমূলক নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নবনির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক আহমেদ শামীম, এটিএম জিয়াউদ্দিন, সুপ্তভূষন বড়ুয়া, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, এডভোকেট লিনা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, জেলা যুবলীগ নেতা আহসান সুমন, পৌর আওয়ামী লীগ নেতা এবি সিদ্দিক খোকন ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নবনির্বাচিত জেলা সভাপতি মোরশেদ হোসাইন তানিমসহ কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে ধানমন্ডি ৩২ নাম্বারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-