চট্টগ্রাম •
চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার বেড়িবাঁধের ঝাউবাগান এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ নভেম্বর) গলাকাটা অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়েসী এই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার এসআই আজিজুর রহমান।
তিনি জানান, আমরা মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। বেগুনি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি পরা এই ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। সিএমপি, পিবিআই এবং সিআইডির উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিচয় শনাক্ত করতে তারা আলমত সংগ্রহ করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-