নিজস্ব প্রতিবেদক •
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের লারপাড়া, ঘোনাপাড়া এবং সুইচ গেইট এলাকার হাজারো জনতার সাথে মতবিনিময় সভা করেছেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টো।
সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিঠাছড়ি ইউনিয়নের উন্নয়নসহ গণমানুষের সাথে মতবিনিময় করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি বক্তব্যে বলেছেন, সারা বাংলাদেশে বর্তমানে সরকার উন্নয়ন করে যাচ্ছে। এতে দক্ষিণ মিঠাছড়িতেও রাস্তা মেরামত, কার্পেটিং এবং কালভার্টসহ নানা উন্নয়নে মহাযজ্ঞ চলছে।
২৮ নভেম্বর (শনিবার) বিকেলের দিকে একই ইউনিয়নের (৮নং ওয়ার্ড) ঘোনাপাড়া সুইচ গেইট এলাকায় সমাজ সেবক মিজানুর রহমানের সভাপতিত্বে গণমানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং দক্ষিণ মিঠাছড়ির ওই এলাকায় বিদ্যালয় স্থাপনসহ নানা উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টো।
এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ খলিল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, আওয়ামী লীগ নেতা আমির হামজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম, মিজানুর রহমান, মুবিনুল হক, শাহাব উদ্দীন, মো. রিয়াদ, নাজিম চৌধুরী, মো. জান্নাত উল্লাহ, মো. আমিনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সভায় হাজার হাজার নারি-পুরুষ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনায় ছিলেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিনহাজ সিকদার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-