উখিয়ায় পানের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: যুবক আটক

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের উখিয়ায় ধুরুমখালী এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও ৩ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব -১৫।

র‌্যাব সুত্র জানায়,গত ২৬ নভেম্বর সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৫এর একটি আভিযানিক দল মাদক ক্রয় – বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়ায় ধুরুমখালী হাজীর পাড়া এলাকায় সােনা আলী মার্কেটের সামনে কক্সবাজার – টেকনাফ পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের সময়, মৃত হাসান আলী পুত্র আয়াছ উদ্দিন আজিজ ( ২০ ) আটক করেন র‌্যাব -১৫।

পরে উপস্থিত স্বাক্ষীদের দেহ তল্লাশী করে ৩ হাজার ৯৩০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১৯,৬৫,০০০ ( উনিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ) টাকা প্রায় । পরে তাদের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক, মুঠোফোন ও নগদ টাকাসহ ধৃত মাদক কারবারীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

আরও খবর