নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বাঁকখালী নদী ভাঙ্গন পরিদর্শন করেছেন জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শামসুল হক চৌধুরী।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টো।
২৩ নভেম্বর (সোমবার) বেলা সাড়ে ১২ টার দিকে পরিদর্শনের সময় অারো উপস্থিত ছিলেন, রামু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিতীশ বড়ুয়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. খলিল, মোজাহের মিয়া, ফরিদুল আলম, আবছার কামাল, অাজিজুল হক (দুদু মিয়া), মোহাম্মদ হোছাইন, মহিলা মেম্বার মিন্নুর নাহার, শাকিলা সুলতানা, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অাজিজুল হক অাজিজ,মুবিনুল হক, শাহাব উদ্দিন, মোঃ রিয়াদ, নাজিম উদ্দীন, মোঃ জান্নাত উল্লাহসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো জনতা।
এদিকে জাতীয় সংসদের মাননীয় হুইপ শামসুল হক চৌধুরী ও সাইমুম সরওয়ার কমল এমপি দক্ষিণ মিঠাছড়ি পৌঁছলেই ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টো।
পরিচালনায় ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মিনহাজ সিকদার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-