উখিয়ার পশ্চিম দরগাহবিল তাহফিজুল কুরআন হেফজ ও এতিমখানায় হিফজ ছবক প্রদান অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি •

উখিয়ার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম দরগাহবিল তাহফিজুল কুরআন হেফজ ও এতিম খানা জামে মসজিদ সংলগ্ন তাহফিজুল কোরআন হিফজ খানার ১১ জন ছাত্র-ছাত্রীকে হিফজ ছবক প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার ছবক প্রদান ও অভিভাবকদের সাথে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এতে অত্র হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ হোছাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাওলানা জালাল আহমদ এর সঞ্চালনায় এ্যাডভোকেট ছব্বির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা নুরুল আমিন সাহেব, বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আব্দু রহিম সুপার টাইপালং হামিদিয়া দারুচ্ছুন্নাহ্ দাখিল মাদ্রাসা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইকবাল বাহার (মেম্বার) ০৮নং রাজাপালং ইউপি সদস্য ,অধ্যাপক জালাল আহম্মদ উখিয়া ডিগ্রি কলেজ, নুরুল ইসলাম মাস্টার প্রকাশ (ফজারহমান, শামশুল আলম সহকারি শিক্ষক ছিদ্দিকিয়া ক্যাডেট স্কুল এন্ড কলেজ, জামাল উদ্দীন সহকারি শিক্ষক দরগাহবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় , দরবেশ আলী আরমান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কক্সবাজার, সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, ছৈয়দ হোছাইন সেক্রেটারি উখিয়া সিএনজি সমিতি,অত্র মসজিদ কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম মাস্টার, প্রমূখ।

আরও খবর