চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম •


চট্টগ্রামের পটিয়ায় পিকআপ ভ্যান চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জলুয়ারদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহানুর রহমান সোহান (২৭) নারায়নগঞ্জ জেলার পতুল্লা থানার পূর্ব ধর্মগঞ্জের মনির হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দুমড়ে মুছড়ে যাওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে।

নিহতের বড় ভাই ইমরান হোসেন বাধন পূর্বকোণকে জানান, ‘সোহান ও তার ৬ বন্ধু মোটর সাইকেল চালিয়ে নারায়নগঞ্জ থেকে কক্সবাজার যাচ্ছিল। নারায়নগঞ্জে তার একটি মোবাইলের দোকান রয়েছে।’

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ‘কক্সবাজারগামী একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে মোটরসাইকেল আরোহী সোহানকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় তিনি। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করতে পারেনি।

আরও খবর