চকরিয়ায় তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্ততি, দূর্যোগ মোকাবেলায় আনবে গতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা ইস্যুর কারণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন না করে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিষরে এ অনুষ্ঠানের আয়োজন করে চকরিয়া ফায়ার সার্ভিস কতৃপক্ষ। অনুষ্ঠান চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। আগামী দুইদিন প্রচারপত্র বিলি ও মাইকিং করে জনসজেতনতামুলক প্রচারণা চালানো হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল মনছুর চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের। অনুষ্ঠানে চকরিয়া ফায়ার সার্ভিসের বিভিন্নস্থরের কর্মকর্তা কর্মাচারীগন উপস্থিত ছিলেন।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবুল মনছুর চৌধূরী বলেন, এ বছর করোনা ইস্যুর কারণে সরকারী নির্দেশনা অনুযায়ী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন না করে সীমিত পরিষরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী দুইদিন (শুক্রবার ও শনিবার) চকরিয়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রচারপত্র বিলি ও মাইকিং করে জনসজেতনতামুলক প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি।

আরও খবর