এম.কলিম উল্লাহ, উখিয়া •
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমঁখা
ক্লাসপাড়ার মরহুম হায়দার আলী সিকদারের ৩য় পুত্র সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওলানা এজাহারুল হক (৮৯) আজ ভোর ৬.১৫ মিনিটে সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র , ৬ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিকাল ৪.৩০ ঘটিকার সময় রুমঁখা ক্লাসপাড়া তালগাছ তলা কবরস্থানের মাঠে মরহুমের নমাজের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-