টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১, সিএনজি জব্দ

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফ ২ বিজিবি সৈনিকদের পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার। উক্ত অভিযানে মাদক পাচারে জড়িত ইলিয়াস নামে এক ইয়াবা ব্যবসায়ী আটক করা হয়েছে।

১৬ নভেম্বর (সোমবার) বিকালের দিকে বিজিবির পাঠানো তথ্য সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ ২ বিজিবি কর্মরত সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে টেকনাফ উপজেলা হোয়াইক্যং খারাংখালী এবং হ্নীলা মৌলভী বাজার সংলগ্ন জাহাঙ্গীর প্রজেক্ট এলাকা দিয়ে এক ব্যাক্তি একটি প্লাস্টিকের বস্তা মাথায় করে যাওয়ার সময় বিজিবি সৈনিকরা তাকে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে উক্ত অপরাধী মাথার উপর থাকা বস্তাটি ফেলে নাফনদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে কৌশলে মিয়ানমার দিকে পালিয়ে যায়। এরপর ফেলে যাওয়া বস্তার ভিতর থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে একই দিন বিকাল ৭টার দিকে হ্নীলা ইউনিয়ন জাদিমোরা এলাকা হতে টেকনাফগামী একটি সিএনজি তৈলের টাংকীর ভিতরে অভিনব কায়দায় ফিটিং করে রাখা ১০হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এই ইয়াবা গুলোর সাথে জড়িত সিএনজি চালক ইলিয়াস হোসেন(৪৮) কে আটক করা হয়। সে জাদিমোরা এলাকার মৃত কাদির হোছনের পুত্র।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, ইয়াবাসহ আটক সিএনজি চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহার হওয়া সিএনজিটিও জব্দ করা হয়েছে।

আরও খবর