টেকনাফ প্রতিনিধি •
টেকনাফে অভিযান চালিয়ে মালিক বিহীন৩০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট সংলগ্ন লবণ মাঠ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বিআরএম১১ও১২ এর মাঝামাঝি আনোয়ার ফিসিং প্রজেক্ট এলাকা দিয়ে প্রবেশ করবে।এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল আনোয়ার প্রজেক্ট সংলগ্ন মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে অবস্থান নেয়।কিছুক্ষণ পর দুইজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে করে আনোয়ার প্রজেক্ট সংলগ্ন লবণ মাঠ এলাকা দিয়ে আসতে দেখে।দূর হতে ইয়াবা পাচারকারীদের দেখে সন্দেহ হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে।পাচারকারীরা টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগটি ফেলে দিয়ে কুয়াশার অন্ধকারে সুযোগ নিয়ে পাশ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়।পাচারকারী পেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।ব্যাগটি খুলে গণনা করে৯০লাখ টাকার মূল্য মানের৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-