উখিয়া প্রেস ক্লাবের নিবার্চনী প্রক্রিয়া শুরু: পরিচালনা কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি •


উখিয়া প্রেস ক্লাবের দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি চলমান প্রক্রিয়া কার্যকরী পরিষদের নিবার্চন অনুষ্ঠানের জন্য দায়িত্বরত কমিটি কাজ শুরু করেছে।

গত বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের সঞ্চালনায় পরিচালিত কার্যকরী কমিটির বৈঠকে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক ও নিবার্হী সদস্য দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রফিক উদ্দিন বাবুল, কার্য নিবার্হী সদস্য দীপন বিশ্বাস, আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক ও আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও আলোকিত বাংলাদেশের কক্সবাজার জেলা প্রতিনিধি সেলিম উল্লাহ, প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু।

সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ শেষে গঠনতন্ত্রের ধারাবাহিকতায় সর্বসম্মতিক্রমে চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন দেওয়া হয় এবং কার্যকরী পরিষদের নিবার্চন পরিচালনা করার জন্য প্রেস ক্লাবের প্রবীণ সদস্য নুরুল আমিন ছিদ্দিককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নিবার্চন পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে বিভিন্ন আলোচনার এক পর্যায়ে সদ্য নিয়োগকৃত নিয়মিত সদস্যদের সাথে পরিচয় পর্ব সম্পন্ন করেন।

এসময় নতুন সদস্যদের উদ্দেশ্যে প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিকেরা দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

নিবার্চন প্রসঙ্গে জানতে চাওয়া হলে উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন ও সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল জানান, গঠিত নিবার্চন পরিচালনা কমিটি প্রধানকে চিঠি দ্বারা অবহিত করা হয়েছে, যাতে দ্রুত নিবার্চন সম্পন্ন করা হয়।

আরও খবর