কক্সবাজারে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারে মাদক সেবনের অপরাধে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইনের আদালতে তাদের এ দণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামু দরিয়াদীঘি এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে মুফিজুর রহমান (৩২) কে ১০ দিন, কক্সবাজার বিমানবন্দর সড়ক এলাকার জাহাঙ্গীরের ছেলে নুরুল হাসনাত (৩০) কে ৫ দিন ও সুনামগঞ্জ জেলার ফকিরনগর এলাকার মোবারক আলীর ছেলে মো. ফয়সাল (৪০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয় ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সোমেন মন্ডল বলেন, বুধবার (১১ নভেম্বর) রাতে কক্সবাজার পৌরসভাধীন লাইট হাউজ পাড়ার একটি বসতঘরে অভিযান পরিচালনা করে মাদক সেবনকালে এই তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

আরও খবর