ছোট ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই বড় ভাইয়ের মৃত্যু

 


ডেস্ক রিপোর্ট • গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছোট ভাইয়ের জানাজা-দাফনের কয়েক ঘণ্টা পরই বিকাল পৌনে ৫টায় মারা যান রহমানের বড় ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ। মঙ্গলবার দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন চত্ত্বরে তার জানাজা শেষে নগর বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রয়াত দুই ভাই নগর আওয়ামী লীগের রাজনীতিতে ‘পরিচ্ছন্ন ও নির্মাহ’ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তাদের মৃত্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর বলেন, “উনারা পিঠাপিঠি ভাই ছিলেন। ছোট ভাইয়ের মৃত্যু হয়ত তিনি মেনে নিতে পারেননি।”

নগর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এম এ রশিদ স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোটবিরোধী আন্দোলনসহ সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।

আরও খবর