টেকনাফ প্রতিনিধি • টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ টি ইয়াবা সহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং উনচিপ্রাং ২২নম্বর ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নম্বর ক্যাম্পের বল্ক বি-১ এর বাসিন্দা মোঃ গুরা মিয়ার ছেলে সৈয়দুল আমিন (৩০), একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে নুর হোসেন (২৫) ও ব্লক সি-৫ এর বাসিন্দা মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আইয়াস (২৬)।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের উপ পরিদর্শক আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশের একটিদল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা যুবককে ২ হাজার ৫২০ টি ইয়াবাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-