ডেস্ক রিপোর্ট • মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক-বি এর একটি বাসায় অভিযান চালিয়ে মাদক বিক্রির এক কোটি ১৭ লাখ টাকা এবং পাঁচ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টায় এ অভিযান চালানোা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮)। র্যাব কর্মকর্তারা জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলে দিচ্ছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মিয়ানমারের নাগরিক। মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে তারা।
তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-