গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে রোহিঙ্গা ডাকাত দলের গুলিতে স্থানীয় যুবক আব্দুর শুক্কুর নিহতের ঘটনায় শীর্ষ ডাকাত জকিরকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।
থানা সূত্রে জানাযায়, নিহতের পিতা আবুল বশর বাদী হয়ে বহু অপকর্মের হোতা শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরকে প্রধান আসামী করে ঘটনার সাথে জড়িত আরো ১৩জন অপরাধীকে আসামী করে একটি হত্যা মামলাটি দায়ের করেছে।
হত্যা মামলা রুজু করার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানায় বর্তমানে (ভারপ্রাপ্ত) কর্মকর্তার দায়িত্বে থাকা (ওসি তদন্ত) আব্দুল হালিম জানান, সংঘটিত ঘটনা সৃষ্টি হওয়ার পর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত (এপিবিএন) আর্মড পুলিশে কর্মরত সদস্যরা ইতিমধ্যে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
আটক তিনজন বাদীর দায়ের করা এজাহার ভুক্ত আসামী। তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের অন্তর্গত জাদিমোরা ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় স্থানীয় যুবক আব্দুর শুক্কুরকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে রোহিঙ্গা স্বশস্ত্র ডাকাত দলের সদস্যরা। নিহতের চাচা হাশিম ও (এবিপিএন) কর্মরত পুলিশ সদস্যরা গণমাধ্যম কর্মিদের জানিয়েছিলেন নিহত যুবক র্যাব-১৫সহ টেকনাফে কর্মরত বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সোর্স হিসাবে কাজ করতেন। তাই ডাকাত দলের সদস্যরা তাকে সোর্স সন্দেহ করে হত্যা করেছে।
এব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ গণমাধ্যম কর্মিদের জানিয়েছেন ডাকাত দলের গুলিতে নিহত হওয়া আব্দুর শুক্কুর কোন সময় র্যাব এর সোর্স ছিল না। অপরাধীদের অপকর্মের তথ্য দিয়ে র্যাবকে কেউ যেন সহযোগীতা না করে সাধারন মানুষকে সেই ভয়ভীতির মধ্যে রাখার জন্য শীর্ষ ডাকাত জকির গ্রুপের সদস্য এই কৌশল অবলম্বন করার চেষ্টা করে যাচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-