টেকনাফের ৩ যুবক ইয়াবাসহ চট্টগ্রামে আটক

চট্টগ্রাম •

নগরীর ফিরিঙ্গিবাজার ও সিনেমা প্যালেস এলাকা থেকে ৪ হাজার ৫’শ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ থানার হ্নীলা ইউপির পূর্ব পানখালীর হোসন আহম্মেদের ছেলে সাইফুল ইসলাম (২০), একই থানার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের পশ্চিম সাতঘড়িয়া পাড়ার মৃত তালেব আলীর ছেলে মোছন আলী (২৩) ও হ্নীলা ইউনিয়েনের উলুচামারীর মৃত আবদুর রহমানের ছেলে জাফর আলম (৪০)।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফিরিঙ্গি বাজার ও সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, সাইফুল ইসলাম এবং মোছন আলীর নিকট হতে ২৫০০ পিস ইয়াবা এবং জাফর আলম কাছ হতে ২০০০ পিস সহ সর্বমোট ৪৫০০ পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা মাদকদ্রব্য সহকারে হাতেনাতে গ্রেপ্তার করি।  এর মধ্যে আসামী জাফর আলমের বিরুদ্ধে ইয়াবা পাচার সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে এবং অপর দু’জন ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর