কক্সবাজারে ডিবি পুলিশের অভিযানে রেস্টুরেন্ট থেকে ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার শহরের পেশকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা বড়ি সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়বাজার সংলগ্ন পেশকার পাড়ার একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো ছে ছে মং ও আবু জাফর।

এব্যাপারে কক্সবাজার ডিবি পুলিশের ওসি আলী নাদিম জানান,শহরের পেশকার পাড়ার একটি রেস্টুরেন্ট ইয়াবা বিক্রি হবে এমন সংবাদে তারা পূর্ব থেকে সাদা পোশাকে অবস্থান নেয়। মাদক কারবারীরা রেস্টুরেন্টে ইয়াবা বিক্রি করতে আসলে তাদের হাতেনাতে আটক করা হয়।এসময় তারে কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্ধ করা হয়।

তিনি আরও জানান,আটক দুই মাদক কারবারীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর