ফ্রান্সে মহানবী স. এর অবমাননার প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

সোয়েব সাঈদ ॥


ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্বমানবতার মুক্তির পথদিশারী, বিশ্বনবী  হযরত মুহাম্মদ  (স.) এর চরম অবমাননার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামুর তৌহিদী জনতা।

রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের তৌহিদী জনতার ব্যানারে মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আছর কলঘর বাজার থেকে শান্তিপূর্ণ মিছিলটি শুরু হয়।

দলমত নির্বিশেষ বিভিন্ন এলাকার নবীপ্রেমিক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ বিক্ষোভ মিছিল বিশাল জনস্রোতে রূপ নেয়।  রাসুলে কারীম স. এর অবমাননাকারী অসভ্য ফ্রান্সের বিরুদ্ধে মিছিলকারীদের স্লোগানে স্লোগানে রামুর রাজপথ প্রকম্পিত হয়। বিশাল এ মিছিল  রামু চৌমুহনীতে শান্তিপূর্ণ ও  সুশৃঙ্খলভাবে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি বলেন, মুসলামনেরা মহানবী হযরত মুহাম্মত (স.) কে নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুলে কারীম স. এর চরম অবমাননা করে দুইশ কোটি মুসলমানের হৃদয় আঘাত হেনেছে। শান্তি, সম্প্রীতি, মানবতা ও সভ্যতা প্রতিষ্ঠার নবী মহানবী হযরত মুহাম্মদ (স.) এর অবমাননা করে ফ্রান্স চরম অসভ্যতার পরিচয় দিয়েছে। অনতিবিলম্বে মহানবী স. এর অবমাননা বন্ধ না করলে বিশ্বের নবীপ্রেমিক জনতার দূর্বার আন্দোলনে ফ্রান্সের মসনদ তছনছ হয়ে যাবে।
বিশাল এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, আলেমেদ্বীন মাওলানা আব্দুল গফুর। এছাড়াও উপস্থিত ছিলেন, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা হাফেজ নুরুল আমিন, কলঘর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ সুলাইমান, স্থানীয় আলিম মাওলানা ইলিয়াছ, মাওলানা হেলাল, মাওলানা আবুল কালাম, মাওলানা হাফেজ মুনিরুল হক, মাওলানা দিদারুল আলম, মাওলানা শওকত, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শফিউল কবির, হাফেজ সেলিম, আবছার কামাল, মোহাম্মদ রিদওয়ান, হাফেজ শাহজাহান, মোহাম্মদ ছৈয়দ আলম, মোহাম্মদ শাহীন, হাফেজ মোহাম্মদ ইমরান, হাফেজ নুরুল হক, মুজিব, শাহীন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী (স.) এর শান ও ইজ্জতের ওপর আক্রমণকারী অসভ্য ফ্রান্সের সাথে সবধরণের সম্পর্ক ছিন্ন করা শান্তিকামী জনতার প্রাণের দাবি। অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে এ দাবি বাস্তবায়ন করতে হবে এবং  রাষ্ট্রীয়ভাবে নবী করীম স. এর অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহন করতে হবে। বক্তারা ফ্রান্সের সবধরণের পণ্য বর্জন করার জন্য শান্তিপ্রিয়, নবীপ্রেমিক তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহবান জানান।

আরও খবর