সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল •
নোংরা ও অস্বস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনসহ নানা অভিযোগে কক্সবাজার শহরের লাবণী পয়েন্টের কয়লা এবং কাশফুলসহ রেস্টুরেন্ট ও আরো ৪ টি খাবার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরীসহ বিভিন্ন কারণে ৬ খাবার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-