ব্যক্তিমালিকানাধীণ সম্পত্তি অধিগ্রহণ করবেনা কউক

কক্সবাজারে প্রধান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল •


কক্সবাজার শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। সম্প্রতি শুরু হয়েছে কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রশস্তকরণের কাজ।

সোমবার সকাল থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তত্বাবধানে সড়কের প্রশস্তকরণে কাজ শুরু করা হয়েছে। পর্যটন শহরে ৫.২ কিলোমিটার দীর্ঘ সড়কটির হলিডে মোড় থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত অংশ প্রথম ধাপে কাজ শুরু হয়। এই অংশে সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ কার্যক্রম করেছে কউক।

প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৫.২ কিলোমিটার সড়কটি ৫০ ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষ চেয়ারম্যান লে.কর্ণেল (অবঃ) ফোরকান আহমেদ। গত ১৮ অক্টোবর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছিল।

সোমবার বিকালে সড়কের কাজের পবিদর্শনে গিয়ে কউক চেয়াম্যান লে.কর্ণেল (অবঃ) ফোরকান আহমেদ বলেন, অতীতে সড়ক ও জনপদ বিভাগ যে জমি অধিগ্রহন করেছিল তাতেই সড়ক নির্মিত হবে। তিনি বলেন, কোন ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি কউক অধিগ্রহন করবে না। সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আরও খবর