গফুর মিয়া চৌধুরী,উখিয়া •
কক্সবাজারের উখিয়ার প্রাণ কেন্দ্রে এ শিক্ষা প্রতিষ্টানের অবস্হান। নাম হল, উখিয়া কে জি স্কুল। প্রতিষ্টাতা লাভ করে ১৯৯২ সালে। দেখলে মনে হয় শিক্ষা প্রতিষ্টানটি বড় অসহায় অবস্হায় রয়েছে।
১ নভেম্বর সকাল ১১ টায় বশর কম্পিউটারে বসলে এ প্রতিবেদকের নজর পড়ে কে জি স্কুলের দিকে।
ঐতিহ্যগাঁথা এ শিক্ষা প্রতিষ্টানটি অযত্নে অবহেলার কবলে পড়ে আছে বরাবর। স্কুলের উঠানে ময়লা আবজনার পানি। ছাত্রছাত্রী, শিক্ষক – শিক্ষিকা ও অভিভাবকদের চলাচলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। পানি নি:শ্বকাশনের ব্যবস্হা না থাকায় বৃষ্টি হলে স্কুলের আঙিনায় হাটু পরিমান পানি উঠে। স্কুলটির অবস্হান উখিয়া থানার সামনেই।
প্রতিদিন সব ভিআইপি থেকে শুরু করে, আমলা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মিসহ দেশি – বিদেশী এনজিও’র কর্তা ব্যক্তিদের পদচারণা হচ্ছে। তবে কারো দৃষ্টি আকর্ষণ হচ্ছে না এ প্রতিষ্টানের অবকাঠামো উন্নয়নের প্রতি।
স্কুলটি কে,জি স্কুল হলে ও উখিয়া মডেল সরকারী প্রাথমিক,উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের পরই উখিয়া কে,জি স্কুলের অবস্হান।
এ প্রতিষ্টান উখিয়ায় ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছে। অথচ উখিয়া কে,জি স্কুলের উন্নয়নে কারো নজর নেই, নেই আন্তরিকতা, আছে অবহেলা ও প্রতিহিংসা। প্রতিষ্টানটির উন্নয়নে বাঁধা কোথায়? রোহিঙ্গা আসার কারণে স্হানীয় প্রায় শিক্ষা প্রতিষ্টানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ শিক্ষা প্রতিষ্টানটির কোন অবকাঠামো উন্নয়ন হয়নি। কেন হয়নি কোন সদউত্তর মিলেনি।
এ প্রসঙ্গে বড় বড় এনজিও’র কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁরা বিষয়টি দেখতেছেন বলে এ প্রতিবেদককে জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-