রোহিঙ্গা শিবির থেকে শীর্ষ ডাকাত সালমান শাহ আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ রোহিঙ্গা শরনার্থী শিবিরে কর্মরত (এপিবিএন) আর্মড পুলিশ সদস্যদের হাতে ধরা পড়েছে মাদক পাচারসহ বহু অপকর্মের হোতা শীর্ষ রোহিঙ্গা ডাকাত সালমান শাহ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও ইয়াবা।

তথ্য সূত্রে জানাযায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে লেদা বক্কর মেম্বারের বাড়ী সংলগ্ন ডাকাত সালমান শাহ নিজ বসতঘরে অবস্থান করেছে।

সেই তথ্য অনুযায়ী ৩০ (অক্টোবর) শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে কর্মরত (এপিবিএন) পুলিশ ইনচার্জ পরিদর্শক রাকিবুল ইসলাম’র নেতৃত্বে আর্মড পুলিশের একটি দল অভিযান চালিয়ে সালমান শাহকে আটক করতে সক্ষম হয়।
সে দক্ষিণ লেদা এলাকার সোনা মিয়ার পুত্র।
এসময় তার বসত বাড়ীতে তল্লাশী চালিয়ে দেশীয় তৈরী ২টি দেশীয় তৈরী অস্ত্র,৪ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

সত্যতা নিশ্চিত করে ১৬ (এপিবিএন) আর্মড পুলিশের কমান্ডিং অফিসার হেমায়াতুল ইসলাম জানান, আটক রোহিঙ্গা ডাকাত সালমান শাহ বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বহু অপকর্মের হোতা শীর্ষ রোহিঙ্গা ডাকাত সালমান শাহ আটক হওয়ার খবর ক্যাম্প সংলগ্ন এলাকায় বসবাসরত সাধারন মানুষের মাঝে দেখা দিয়ে আনন্দ। তাদের দাবী ক্যাম্পের ভিতরে বাহিরে এবং গহীন পাহাড়ী এলাকায় লুকিয়ে থাকা রোহিঙ্গা ডাকাত দলের সদস্যদের আইনের আওতাই নিয়ে আসলে অত্র উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মরন নেশা ইয়াবার পাচার আগ্রাসন অনেকটা কমে আসবে।

আরও খবর