নিজস্ব প্রতিনিধি,টেকনাফ •
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে টেকনাফ প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম উক্ত কাজের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) তাহেরা আকতার মিলি, ইউএনএইচসিআর এর লাইভলিহুড কর্মকর্তা সব্রত কুমার চক্রবর্তী, নাহিদ হাসান , প্রকল্প সমন্বয়কারী আতাউর রহমান, জনস্বাস্থ্যের জন্য অবকাঠামো ইঞ্জিনিয়ার এনজিও ফোরাম, ইউএনএইচসিআর প্রকল্প কক্সবাজার সাবেক পৌর প্রশাসক এসএম ফারুক বাবুল, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছৈয়দ হোছাইন, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক সহ-সভাপতি ও টেকনাফ সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী, সাবেক সহ-সভাপতি মোঃ তাহের নাঈম, যুগ্ম সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ, অর্থ সম্পাদক আবদুর রহমান, পৌর প্রেস ক্লাবের সভাপতি ও প্যানেল মেয়র-০২ আবদুল্লাহ মনির, ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারন সম্পাদক জিয়াবুল হক, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইরসহ কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ভবন নির্মাণ কাজটি ইউএনএইচসিআর এর সহযোগিতায়, এনজিও ফোরাম কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
১৯৯৩ সালে প্রে ক্লাব প্রতিষ্ঠিত হলেও একটি জরাজীর্ণ ভবনে ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। নতুন ভবণের নির্মাণ কাজ শুরু হওয়ায় সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
এ কাজে সহযোগীতার জন্য উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আবুল মনসুর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক মহল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-