টেকনাফ পৌর-ছাত্রলীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি •


টেকনাফ পৌর ছাত্রলীগ শাখার উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় টেকনাফ পৌর-ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম বাবলুর সঞ্চালনায় জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জননেতা নুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম বলেন, “জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। টেকনাফ পৌরসভার প্রতিটি ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে টেকনাফ পৌর-ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত করতে হবে।” পাশাপাশি কোনো অবৈধ ব্যবসায়ে জড়িত,অছাত্র ও অনুপ্রবেশকারী কেউ যাতে টেকনাফ পৌর-ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ও ওয়ার্ড কমিটিতে প্রবেশ করতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য পৌর-ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন।

উক্ত জরুরী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম এবং টেকনাফ পৌর-ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল ওয়ার্ডের সিনিয়র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে টেকনাফ পৌর-ছাত্রলীগের সকল ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়।

আরও খবর