গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা শিবির সিআইসি অফিসে কর্মরত সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে সাইফুল নামে এক অপরাধীকে আটক করেছে এপিবিএন’র সদস্যরা।
আর্মড পুলিশের তথ্য সুত্রে জানাযায়,২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টারদিকে হ্নীলা ইউনিয়ন জাদিমোরা ২৭নং রোহিঙ্গা শিবিরে কর্মরত ইনচার্জ এর কার্যালয়ে গিয়ে আটক অপরাধী অফিসের ঘেরা-বেড়া ভাংচুর, কর্তব্যরত কর্মচারীদের গালমন্দ ও প্রাণনাশের হুমকি-ধমকি প্রদান করে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে অভিযুক্ত অপরাধীকে আটক করতে সক্ষম হয়।
আটক যুবক হচ্ছে, হ্নীলা উত্তর দমদমিয়া এলাকার মোঃ নুরুল ইসলাম’র পুত্র মোঃ সাইফুল করিম।
সূত্রে আরো জানা যায়, এ বিষয় নিয়ে ক্যাম্প ইনচার্জ আব্দুল খালেদ বাদী হয়ে শরণার্থী রোহিঙ্গা শিবিরে অবৈধ অনুপ্রবেশ এবং সরকারি কাজে বাঁধা,সম্পত্তির ক্ষতি সাধন ও প্রাণ-নাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা রুজু করে অপরাধীকে টেকনাফ থানায় প্রেরন করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-