নিজস্ব প্রতিবেদক,উখিয়া •
কক্সবাজারের উখিয়া-টেকনাফে কর্মরত স্থানীয় এনজিও সংস্থা শেড প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা করেছে উখিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে।
১৯ অক্টোবর সকাল ১০ টায় জাদিমুড়াস্থ শেড প্রকল্প অফিসে শেড’র ডেপুটি প্রকল্প পরিচালক শওকত আলীর সভাপতিত্বে চলমান সেফ প্লাস প্রকল্প সহ বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প বিষয়ে বিশদ তুলে ধরে অবহিত করেন শেড কর্মকর্তা আবদুল মান্নান, জসিম উদ্দিন,জিয়াউর রহমান,সারওয়ার প্রমুখ।
এসময় উম্মুক্ত আলোচনায় অংশ নেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সদস্য গফুর মিয়া চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, কাজী হুমায়ুন কবির বাচ্চু,শ.ম.গফুর,মাহমদুল হক বাবুল, এম.ফেরদৌস, শফিউল শাহীন, ইব্রাহিম মোস্তফা প্রমুখ।
শেড কর্মকর্তারা জানান,রোহিঙ্গা সংকট উত্তরণে মানবিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে শেড।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-