ইমাম খাইর •
কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ থাকা মোঃ বেলাল (২২) এর মৃতদেহ উদ্ধার হয়েছে।
সে নতুন বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ফিশারি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্থানীয় জনতা।
এই খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ শেখর।
তিনি জানান, ফিশারির উত্তর পাশে একটা তেলের পাম্পের সামনে বাঁকখালী নদীর পােড় লাশটি ভাসতে দেখে এলাকাবাসী। এরপর জনতার সহায়তায় উদ্ধার করা হয়।
শখ করে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুইজনের মধ্যে সোমবার বেলা একটার দিকে মোঃ ইউনুস (৩৫) প্রকাশ লালুর লাশ উদ্ধার করা হয়।
সে শহরের নতুন বাহারছড়া সেন্ডেল ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে।
এনিয়ে নিখোঁজ হওয়ার দুই দিনে ২ জনের লাশ উদ্ধার হল।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শখ করে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মোঃ ইউনুস, মোঃ বেলাল ও আব্দু শুক্কুর।
এতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। ওই দিনই আব্দু শুক্কুর (৩২) জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিল দুইজন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-