নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি •
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তন হল রুমে উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয় ও একটি কলেজের ৫০জন শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ এর সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর বাহাদুর ফাউন্ডশনের সহ-সভাপতি মহিউদ্দিন, সহ-সভাপতি নাজমুল হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান, বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সূরিত বড়ুয়া, সাধারন -সম্পাদক ইমরান খান, বান্দরবান যুব রেড় ক্রিসেন্ট এর যুব প্রধান মনিরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা যুব রেড় ক্রিসেন্ট এর দল নেতা ও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক- মুমিনুল আলম মুমু, উপ দলনেতা -ফয়সাল আজাদ প্রমুখ।
শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন- কোমলমতি সকল শিশুকে শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যাবার জন্য বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে অন্ধকারে আলোর মতো কাজ করছে বীর বাহাদুর ফাউন্ডেশন। ফাউন্ডেশন থেকে পর্যায়ক্রমে জেলার প্রতিটা স্কুল-কলেজে ছেলে-মেয়েদের মাঝে এই পুস্তক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
বক্তারা বীর বাহাদুর ফাউন্ডেশন এর মত সকলকে বান্দরবানের ছেলে মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আন্তরিক ভাবে আহ্বান জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-