কক্সবাজারে আল্লাওয়ালা হ্যাচারী থেকে লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট •

কক্সবাজার সদরের খুরুশকুল ব্রিজ সংলগ্ন সাবেক জামায়েত নেতা জাহাঙ্গীর কাশেমের মালিকানাধীন ‘আল্লাওয়ালা হ্যাচারী’ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। হ্যাচারী কর্তৃপক্ষ দুর্ঘটনা দাবী করলেও এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ পরিবারের।

নিহত ওই ব্যক্তির নাম মো. আবু (৪২)। তিনি দীর্ঘদিন শহরের খুরুশকুল সড়কস্থ বদিউল আলমের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।

জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে শেষ পর্যন্ত আল্লাওয়ালা হ্যাচারীতে আবুর লাশ পান পরিবারের লোকজন। পরে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পরিবারের দাবী, আবু একজন ডাব ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে খোঁজাখুজি করে আল্লাওয়ালা হ্যাচারীতে তার লাশ পাওয়া যায়। পুকুর ক্যানেলে পড়েছিল লাশটি। লাশের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ছিল।

জানা গেছে, আবু একজন ডাব ব্যবসায়ী। বিভিন্ন এলাকা থেকে ডাব সংগ্রহ করে বিক্রি করেন তিনি। তিনি নিজেই নারকেল গাছে উঠে ডাব সংগ্রহ করেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আল্লাওয়ালা হ্যাচারীর নারকেল গাছে ডাব সংগ্রহ করে যান তিনি। অন্যদিন ডাব সংগ্রহ করে বিকেলে ফিরে এলেও বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেননি।

পরে শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে আবুর স্ত্রীসহ পরিবারের লোকজন এসে হ্যাচারীতে লাশের সন্ধান পান।

আল্লাওয়ালা হ্যাচারীর মালিক জাহাঙ্গীর কাশেম জানান, আবু ও তার ছেলে নিয়মিত ডাব সংগ্রহ করে। বৃহস্পতিবার আবু একা ডাব সংগ্রহ করতে আসে। সম্ভবত ডাব সংগ্রহ করার সময় গাছ থেকে পড়ে মারা গেছেন। কারণ যেখানে ডাব সংগ্রহ করছিলেন সেখানে কেউও ছিল না। পরে শুক্রবার ভোরে তার লাশ পাওয়া যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ডাব সংগ্রহ করতে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ ছিল না। ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও খবর